Popular Posts

शुक्रवार, 7 सितंबर 2018

কথা দিলাম

বন্ধু, তোমার উদাস দিনে
কি দেবো তা ভেবে না পেয়ে
তোমার মনের ক্লান্তি টাকে,
আপোষ করার ইচ্ছে টাকে,
আমার মনের সাহস দিলাম...

তোমার এখন
গলদঘর্ম গুমোট দুপুর,
নাও, এক পশলা বৃষ্টি দিলাম...
তোমার শরীরে মেজ্মেজে ভাব,
মনের ব্যথা, অনেক কষ্ট....
তাই আর কিছু না,
ভাদ্র মাসের রোদ খাওয়ানো
একটা নীল বালিশ দিলাম...

তোমার মনের অন্ধকারে,
আলোর রাস্তা বন্ধ দেখে,
আমার খোলা জানালা দিলাম....
অনেক লোকের ভিড়ের মাঝে
একা হওয়ার ইচ্ছে টাকে,
নিরিবিলি এক সন্ধে দিলাম...

তোমার রাত্রি জাগা, কালি পরা
অবিশ্রান্ত চোখ দুটোকে,
দু চোখ ভরে ঘুম দিলাম...
তুমি অলস, একা,
মন মরা এই ভাব যে তোমার
তাই, বৃষ্টি ধোয়া অনেকখানি
টাটকা-টাটকা সবুজ দিলাম...

তোমার 'পারছি না' ভাব,
ভাল্লাগেনা'র দিন গুলোকে
একটু কান্না, একটু হাসি,
অনেক দিলাম উত্তেজনা...
ঘুম না আসা, ভাবনা ভরা,
বুক কাঁপানো দুশ্চিন্তার রাত গুলোকে,
একটি প্রেমের গল্প দিলাম....

বন্ধু আমার,
আর কি দেবো...
চাইবে যখন,
থাকব পাশে...
কথা দিলাম...

©তনয়া

कोई टिप्पणी नहीं:

एक टिप्पणी भेजें